নিজস্ব সংবাদদাতা: ইলমে কুরআনের খেদমতে আত্মনিয়োগকারী মুয়াল্লিমগণের মানোন্নয়ন ও প্রশিক্ষণের লক্ষ্যে তালিমুল কুরআন ফাউন্ডেশন শহর শাখা বগুড়া আয়োজিত ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বগুড়ার সেউজগাড়ীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব আব্দুর রউফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব আজিজুল হক। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট ক্বারী ও ওস্তাদ মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং ক্বারী মাওলানা মাসুদুর রহমান।
বক্তাগণ তাদের আলোচনায় বলেন, “মুয়াল্লিমগণ হচ্ছেন ইসলামী সমাজ গঠনের অগ্রসৈনিক। কুরআনুল কারীমের জ্যোতিতে সমাজকে আলোকিত করার জন্য প্রয়োজন প্রশিক্ষিত, আদর্শবান ও আল্লাহভীরু মুয়াল্লিম।”
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তাগণ আরও বলেন, “ইলম ও আমলের সমন্বয়েই একজন প্রকৃত মুয়াল্লিম গড়ে ওঠে। তাই এই প্রশিক্ষণ শুধু জ্ঞানের পরিধি নয়, চরিত্র ও নৈতিকতার উন্নয়নেরও এক পথচলা।”
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী মুয়াল্লিমদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ছিল হৃদয়গ্রাহী ও কল্যাণকামী বারতায় পরিপূর্ণ।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply