নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে কাকরাইলে বুধবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
টানা ছয়দিন নগর ভবনের সামনে চলমান ‘ব্লকেড কর্মসূচি’র ধারাবাহিকতায় আজ রাজধানীর গুরুত্বপূর্ণ কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় জনদুর্ভোগ।
বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ সত্ত্বেও সরকার ইশরাককে শপথ নিতে দিচ্ছে না। তারা বলেন, “সরকার আদালতের রায় মানছে না, এটি সরাসরি আদালত অবমাননা।”
এ সময় ‘ইশরাকের শপথ এখনই চাই’, ‘গেজেটের বাস্তবায়ন করো’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে কাকরাইল এলাকা। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, “বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় সরকার এখনই শপথ আয়োজন করতে পারবে না।”
প্রসঙ্গত, ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ হলেও এখনও তার শপথ হয়নি।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply