নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলে কর্মী রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার খিলক্ষেতের তেতুলতলা এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ রাকিবুলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাঁর মায়ের সঙ্গে কথা বলেন।
আহত রাকিবুল হাসানের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।
তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাকিবুলের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ঢাকার ইসিবি চত্বরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্রলীগ ও পুলিশের আক্রমণে গুরুতর আহত হন রাকিবুল হাসান, যিনি স্বেচ্ছাসেবক দলের এক নিবেদিত কর্মী ও পেশায় ইলেকট্রিশিয়ান।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply