টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেল বাংলাদেশ। চার-ছক্কার ঝড় তুলে মাত্র ৫৩ বলে সেঞ্চুরি করেন তরুণ পারভেজ হোসেন ইমন। তার দুর্দান্ত ইনিংসে ভর করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ, সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন লিটন দাস। তবে জয় সত্ত্বেও খুশি নন তিনি। শেষ তিন ওভারে মাত্র ২২ রান এবং পুরো ইনিংসে ১৯১ রানে থেমে যাওয়ায় আক্ষেপ ঝরে পড়ে লিটনের কণ্ঠে।
রান তাড়ায় আমিরাত একসময় ছিল ভালো অবস্থানে, ১৩ ওভারে ১৩১ রান তোলে মাত্র ৩ উইকেটে। তবে টাইগার বোলারদের ঘুরে দাঁড়ানোয় ম্যাচের মোড় ঘুরে যায়।
লিটনের মন্তব্য, ব্যাটিংয়ের শেষটা যেমন হওয়া উচিত তা হয়নি। পাশাপাশি বোলিংয়েও আরও ফোকাস বাড়ানোর কথা বলেন তিনি। ম্যাচ শেষে জানান, “মাঝে মনে হয়েছিল ৫০-৫০, কিন্তু বোলাররা যেভাবে বল করেছে, সেটা অসাধারণ।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply