নিজস্ব প্রতিনিধি:
শাজাহানপুরে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এক উৎসবমুখর মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান।
শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে UMESAS (ইউনিভার্সিটি, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শাজাহানপুর)-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাহিম শাহরিয়ার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেক্রেটারি আবু তালহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক হোসাইন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী অধ্যাপক পিকেএম শফিকুল ইসলাম, ডা. আব্দুস সোবহান এবং সংগঠনের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু।
এই অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সদ্য ভর্তি হওয়া ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই তরুণরা আমাদের সমাজের ভবিষ্যৎ নির্মাতা। তারা আগামী দিনে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে UMESAS-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।
সংগঠনের উপদেষ্টা এবং শেরপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ জাফর আলমগীর অসুস্থ অবস্থাতেও শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply