1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ গণহত্যাকারী ১৪ দল নিষিদ্ধের দাবীতে আপ বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ভোটাররা চাঁদাবাজী, টেন্ডারবাজী ও সন্ত্রাসীদের পছন্দ করে না: গোলাম রব্বানী আপ বাংলাদেশ বগুড়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা অবহেলায় ধ্বংসের পথে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন খেরুয়া মসজিদ ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে বগুড়া থেকে যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষা উন্নয়ন বিষয়ক পরামর্শ সভা শাজাহানপুর পুলিশের সহযোগিতায় চোখের জলে ভেসে যাওয়া মুরাদের মুখে হাঁসি ফুটলো অবশেষে রংপুরে দীর্ঘ দেড় দশক পর জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ, স্লোগান রাজনৈতিক সংস্কারের

শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: আতাউর রহমান

  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান বলেছেন, “শ্রমিক সমাজকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে নানা কৌশলে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে না পারলে শ্রমজীবী মানুষের দুর্দশা লাঘব সম্ভব নয়।”

শনিবার (১৪ জুন) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শ ভিত্তিক সংগঠন। আমরা শুধু দাবি-দাওয়া নয়, শ্রমিকদের নৈতিক উন্নয়ন এবং ইসলামী চেতনা জাগ্রত করার কাজ চালিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “শ্রমিক সমাজের সমস্যাগুলোর সমাধান শুধু অর্থনৈতিক নয়, নৈতিক ও আদর্শিক দিক থেকেও চিন্তা করতে হবে। আজ শ্রমিকরা শুধু মজুরি কম পাওয়ার কারণে কষ্টে নেই, তারা ন্যায্য সম্মান, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা থেকেও বঞ্চিত। এই বাস্তবতা আমাদের সকলকে গভীরভাবে ভাবতে বাধ্য করে।”

তিনি আরও বলেন, “দেশের কলকারখানা, নির্মাণ ও পরিবহন খাতসহ প্রতিটি ক্ষেত্রে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। কিন্তু দুঃখজনকভাবে এই শ্রমিকদের প্রাপ্য অধিকার নিয়ে কেউ কথা বলে না। তারা যেন সমাজের উপেক্ষিত এক শ্রেণি। অথচ ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ রয়েছে।”

ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আছার উদ্দিন, অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহ-সভাপতি মোঃ আব্দুল করিম প্রমুখ।

প্রধান অতিথি প্রভাষক আতাউর রহমান বলেন, “আমাদের লক্ষ্য কেবল সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, বরং একটি আদর্শ সমাজ গঠনে শ্রমিকদের শিক্ষিত, সচেতন ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলা। এজন্যই শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন।”

আতাউর রহমান আরও বলেন, “ইসলামী শ্রমনীতি মানবতার পূর্ণ মর্যাদা দেয়। সেখানে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, সম্মানজনক জীবনযাপন এবং কাজের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। তাই এ নীতির বাস্তবায়নই শ্রমিক সমাজের মুক্তির একমাত্র পথ।”

তিনি ফেডারেশনের সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা যে যেখানে আছেন, সেখানেই শ্রমিকদের অধিকার আদায় ও নৈতিক উন্নয়নের জন্য কাজ করুন। জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ প্রচার করুন এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার জন্য সংগঠনের শক্তিকে কাজে লাগান।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি