নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান বলেছেন, "শ্রমিক সমাজকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে নানা কৌশলে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে না পারলে শ্রমজীবী মানুষের দুর্দশা লাঘব সম্ভব নয়।"
শনিবার (১৪ জুন) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বলেন, "শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শ ভিত্তিক সংগঠন। আমরা শুধু দাবি-দাওয়া নয়, শ্রমিকদের নৈতিক উন্নয়ন এবং ইসলামী চেতনা জাগ্রত করার কাজ চালিয়ে যাচ্ছে।"
তিনি বলেন, "শ্রমিক সমাজের সমস্যাগুলোর সমাধান শুধু অর্থনৈতিক নয়, নৈতিক ও আদর্শিক দিক থেকেও চিন্তা করতে হবে। আজ শ্রমিকরা শুধু মজুরি কম পাওয়ার কারণে কষ্টে নেই, তারা ন্যায্য সম্মান, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা থেকেও বঞ্চিত। এই বাস্তবতা আমাদের সকলকে গভীরভাবে ভাবতে বাধ্য করে।"
তিনি আরও বলেন, "দেশের কলকারখানা, নির্মাণ ও পরিবহন খাতসহ প্রতিটি ক্ষেত্রে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। কিন্তু দুঃখজনকভাবে এই শ্রমিকদের প্রাপ্য অধিকার নিয়ে কেউ কথা বলে না। তারা যেন সমাজের উপেক্ষিত এক শ্রেণি। অথচ ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ রয়েছে।"
ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আছার উদ্দিন, অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহ-সভাপতি মোঃ আব্দুল করিম প্রমুখ।
প্রধান অতিথি প্রভাষক আতাউর রহমান বলেন, "আমাদের লক্ষ্য কেবল সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, বরং একটি আদর্শ সমাজ গঠনে শ্রমিকদের শিক্ষিত, সচেতন ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলা। এজন্যই শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন।"
আতাউর রহমান আরও বলেন, "ইসলামী শ্রমনীতি মানবতার পূর্ণ মর্যাদা দেয়। সেখানে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, সম্মানজনক জীবনযাপন এবং কাজের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। তাই এ নীতির বাস্তবায়নই শ্রমিক সমাজের মুক্তির একমাত্র পথ।"
তিনি ফেডারেশনের সদস্যদের উদ্দেশে বলেন, "আপনারা যে যেখানে আছেন, সেখানেই শ্রমিকদের অধিকার আদায় ও নৈতিক উন্নয়নের জন্য কাজ করুন। জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ প্রচার করুন এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার জন্য সংগঠনের শক্তিকে কাজে লাগান।"