অনলাইন ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী তাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী মোদি জানান, ইসরাইল-ইরান ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবারের ওই ফোনালাপে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্বারোপ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরাইলের হামলার পর এ ফোনালাপ হলো। এরআগে, ইরান ও ইসরেইলের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply