বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বামুনীয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন “প্রাক্তন ছাত্র ফোরাম” এর পূর্ণাঙ্গ ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গত সোমবার (৯ জুন) রাতে এক আলোচনা সভার মাধ্যমে পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। একই অনুষ্ঠানে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র, ইসলামী ব্যাংকের এফএভিপি ও ধুনট শাখার প্রধান আখতারুজ্জামান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
-
সহ-সভাপতি:
-
আব্দুল হালিম (অধ্যক্ষ, হলি হেরাস্কুল ও সমাজসেবক)
-
দেলওয়ার হোসেন (ব্যবসায়ী ও সাবেক আহ্বায়ক কমিটির সভাপতি)
-
-
সহ-সাধারণ সম্পাদক:
-
ইব্রাহিম হোসেন (ব্যবসায়ী ও সমাজসেবক)
-
রাসেল আহমেদ (সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক)
-
-
সাংগঠনিক সম্পাদক: নাজিম উদ্দিন (সাবেক ছাত্রনেতা ও সংগঠক)
-
সহ-সাংগঠনিক সম্পাদক: শওকত হোসেন বেলাল (সাবেক ছাত্রনেতা)
-
অর্থ সম্পাদক: রোকনুজ্জামান (শিক্ষানুরাগী ও সহ-সুপার, মহিপুর ডিএম দাখিল মাদ্রাসা)
-
অফিস সম্পাদক: ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)
-
প্রচার সম্পাদক: জাহিদ হাসান
-
তথ্য ও মিডিয়া সম্পাদক: জিয়াউর রহমান (সাংবাদিক)
-
ছাত্রবিষয়ক সম্পাদক: তৌহিদুল ইসলাম
-
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল মুত্তালিব (সমাজসেবক)
কার্যনির্বাহী সদস্যবৃন্দ:
-
আব্দুস সাত্তার (ব্যবসায়ী ও সমাজসেবক)
-
বেলাল হোসেন (তাজ হাইওয়ে হোটেল সত্বাধিকারী, ইউপি সদস্য, ৯নং ওয়ার্ড)
-
ইয়াছিন আলী (ব্যবসায়ী ও সমাজসেবক)
-
নিহাজ উদ্দিন (ব্যবসায়ী ও সমাজসেবক)
-
আল আমিন (অভিভাবক সদস্য)
-
এনামুল হক (সমাজসেবক)
-
শাহার হোসেন (সমাজসেবক)
-
খায়রুজ্জামান রাজু (সমাজসেবক)
-
বানী আলম (নয়মাইল)
উপদেষ্টা পরিষদ:
-
প্রধান উপদেষ্টা: আবুল আলম (সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, শজিমেক হাসপাতাল, বগুড়া)
-
সদস্যবৃন্দ:
-
মাওলানা সুলতান আহম্মেদ (সাবেক সুপার ও প্রবীণ শিক্ষাবিদ)
-
মাওলানা ইসমাইল হোসেন (অধ্যক্ষ, ডোমনপুকুর কামিল মাদ্রাসা)
-
আবুল বাশার (সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা)
-
আব্দুল হাকিম (সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি)
-
আব্দুর রশিদ (ম্যানেজার, সায়েম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস)
-
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের সঙ্গে এক হৃদয়গ্রাহী ভোজ আয়োজনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
Leave a Reply