ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা আজও মানুষের পাশে থাকতে চাই।
তিনি বলেন, “আওয়ামী লীগের দালাল অথবা তাদের দোসররা যদি জিয়া বাড়িতে প্রবেশের চেষ্টা করে, তবে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবে। শহীদ জিয়ার এই পবিত্র ভূমিতে আওয়ামী লীগের কোনো দোসরদের প্রবেশ করতে দেওয়া হবে না।”
তিনি এসব কথা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে। মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টায় গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়া বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে গাবতলী ও শাজাহানপুর উপজেলার কর্মহীন ১০টি অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি লালু আরও বলেন, “শহীদ জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না, বরং তার কাজই তাকে মানুষের মাঝে জনপ্রিয় করে তোলে। জনগণ তাকে ভালোবেসে ‘রাখাল রাজা’ উপাধি দিয়েছেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক তাঁতী সম্পাদক ও সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, আলি মুররাজি তরুণ, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিকুর রহমান মজনু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমু, হাসানুজ্জামান পলাশ, মতিন কাজী, খায়রুজ্জামান জিয়া, সোহেল শাহরিয়ার, সোহেল রানা সুমন, রাঙ্গা, মুন্না, অভি, নাহিদ, আরিফিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপি সাইফুল ইসলাম। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তার ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিতে নারীর মর্যাদা রক্ষা ও ক্ষমতায়নের কথা বিশেষভাবে উল্লেখ আছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীর উন্নয়নে আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।”
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply