1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ গণহত্যাকারী ১৪ দল নিষিদ্ধের দাবীতে আপ বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ভোটাররা চাঁদাবাজী, টেন্ডারবাজী ও সন্ত্রাসীদের পছন্দ করে না: গোলাম রব্বানী আপ বাংলাদেশ বগুড়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা অবহেলায় ধ্বংসের পথে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন খেরুয়া মসজিদ ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে বগুড়া থেকে যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষা উন্নয়ন বিষয়ক পরামর্শ সভা শাজাহানপুর পুলিশের সহযোগিতায় চোখের জলে ভেসে যাওয়া মুরাদের মুখে হাঁসি ফুটলো অবশেষে রংপুরে দীর্ঘ দেড় দশক পর জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ, স্লোগান রাজনৈতিক সংস্কারের

বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় মাদ্রাসা শিক্ষার অগ্রগতির লক্ষ্যে স্থায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘বগুড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’। মঙ্গলবার (৩ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও মহাস্থান মাহী সওয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “উত্তরাঞ্চলের লাখো মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রাণের দাবি—বগুড়ায় একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন। ঢাকাভিত্তিক কেন্দ্রীভূত ব্যবস্থার কারণে উত্তরবঙ্গের প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। বগুড়া শিক্ষা, যোগাযোগ ও ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় শিক্ষা বোর্ড স্থাপনের জন্য সর্বাধিক উপযুক্ত স্থান।”

তিনি আরও বলেন, “বগুড়ায় বোর্ড স্থাপিত হলে এটি কেবল উত্তরবঙ্গ নয়, দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা রেজাউল বারী, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন, অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী, অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুস শাকুর, যুগ্ম সদস্য সচিব ড. আবু সালেহ মামুন, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, ড. শফিকুল ইসলাম, অধ্যক্ষ বিল্লাল হুসাইন, অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুল মোমিন, অধ্যক্ষ মাওঃ ইমদাদুল হক, অধ্যক্ষ ইকরামুল হক, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, অধ্যক্ষ মাওঃ নাজমুল হক, প্রভাষক আব্দুল বারী রশিদী, প্রভাষক মুসা বিন আয়াতুল্লাহসহ অন্যান্য মাদ্রাসা শিক্ষাবিদগণ।

বক্তারা অবিলম্বে সরকারিভাবে বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন এবং এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনের শেষে একটি স্মারকলিপি প্রস্তুতের কথাও জানানো হয়, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পেশ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি