নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বাদ আসর মহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টোটন সহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে মহিউসুন্নাহ মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply