ডেস্ক রিপোর্ট: বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে সদর থানায়। গত বছরের ৪ আগস্টের ঘটনায় সোমবার (২৬ মে) রাতে নয়ন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী নয়ন মিয়া বগুড়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি এবং আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোঁটা, নিয়ে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করেন। ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় বাদী নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতে জখম হয়। পরে ছাত্র জনতা তাদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৫৫ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে সদর থানা পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply