নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বাদ মাগরিব উপজেলার স্থানীয় এক মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রানীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে উক্ত বৈঠকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা উপাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, আতাইল ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি ও অত্র ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বাবু, প্রভাষক মোঃ দেলাওয়ার হোসেন দুদু, বামুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হযরত আলী, বীরগ্রাম আল হুদা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ কোরবান আলী প্রমুখ।
উক্ত বৈঠকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply