ডেস্ক রিপোর্ট: চলমান কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৭ মে) থেকে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
সোমবার (২৬ মে) রাতে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার থেকে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।”
উল্লেখ্য, সম্প্রতি সচিবালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা একাধিক দাবি আদায়ে আন্দোলন শুরু করেছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply