জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শুক্রবার (১৬ মে) বগুড়ার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে শহর জামায়াতে ইসলামীর আয়োজিত রুকন শিক্ষা শিবির-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্থানীয় নির্বাচন হলে জনগণ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে।”
শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, ডা. ফজলুর রহমান ও অধ্যাপক মুনসী আব্দুল বাসেত।
রফিকুল ইসলাম খান আরও বলেন, “ফ্যাসিবাদের দোসররা এখনো দেশে-বিদেশে বসে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য আমাদের মানবিক বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা দেবে।”
তিনি বলেন, যারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল, আজ তাদের রাজনীতিই নিষিদ্ধ হয়ে গেছে। বিগত ফ্যাসিস্ট সরকার সাড়ে ১৫ বছরে গণহত্যা চালিয়েছে, তাদের বিচার চাই।
তিনি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিও জোরালোভাবে উত্থাপন করেন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply