নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী বলেছেন, “বর্তমান জাতীয় সংকটময় মুহূর্তে যুবসমাজকে দ্বীন প্রতিষ্ঠা ও দেশ গঠনে সাহসী ভূমিকা রাখতে হবে। দেশব্যাপী ইসলামবিরোধী অপচেষ্টা রুখতে তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। ইসলামী আদর্শে উদ্বুদ্ধ এক নতুন প্রজন্মই বাংলাদেশকে সত্যিকারের শান্তি, ন্যায় ও উন্নয়নের পথে নিয়ে যেতে পারবে।”
শুক্রবার (১৩ জুন) বিকাল ৪টায় মালিপাড়া আর আর এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, শ্রমজীবী মানুষ ন্যায্য অধিকার পাবে, শিক্ষা ও স্বাস্থ্য হবে সবার জন্য সহজলভ্য এবং ইসলামভিত্তিক শাসনব্যবস্থা বাস্তবায়িত হবে।”
প্রধান অতিথি আরও বলেন, “ইসলামী আন্দোলন মানেই একটি আদর্শ জীবনের প্রস্তুতি। যুবকদের শুধু নেতৃত্ব নয়, চেতনার নবজাগরণ ঘটাতে হবে। সামাজিক অবক্ষয়, মাদক, বেহায়াপনা ও ধর্মহীনতার আগ্রাসন রুখে দিয়ে আল-কুরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।”
তিনি উপস্থিত যুবকদের উদ্দেশে বলেন, “যুবকরা কখনোই কেবল ভবিষ্যতের নেতৃত্ব নয়, বরং বর্তমানেই সমাজ পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। তোমরা যদি দ্বীনি জ্ঞান অর্জন করো, ইসলামী আন্দোলনের ময়দানে নিজেদের নিয়োজিত রাখো, তবে এই দেশকে আলোকিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যুবসমাজকে কেবল রাজনীতির জন্য নয়, বরং আদর্শিক, নৈতিক, দেশপ্রেমিক ও আত্মত্যাগী একটি প্রজন্ম হিসেবে গড়ে তোলার কাজ করছে। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে সত্যের পক্ষে কথা বলা অপরাধ হবে না, যেখানে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা পাবে।”
তিনি ইসলামী আন্দোলনে নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের মাধ্যমে এই অন্ধকার দূর হবে, ইসলামী সমাজব্যবস্থা বাস্তবায়িত হবে। তাই প্রস্তুত হও, নিজেদের চরিত্র গঠন করো, দ্বীন শিখো এবং সমাজে দ্বীনের আলো ছড়িয়ে দাও।”
ইউনিয়ন আমীর মাওলানা মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, গাবতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক মোঃ গাজিউর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি হাফেজ আসাদুল ইসলাম, সাংগঠনিক ও বায়তুলমাল সেক্রেটারি ওয়ারাসাতুল মোস্তফা সোহাগ, সমাজকল্যান সেক্রেটারি জাহাঙ্গির আলম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মিলনমেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আলাপ-আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার আহ্বান জানানো হয়।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply