নিজস্ব প্রতিনিধি
বগুড়ার শেরপুর শাহ্ বন্দেগী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ জুন) সকাল নয়টা হতে দিনব্যাপী শেরপুর সেটকম এ্যাগ্রো পার্ক ( সাবেক সাউদিয়া পার্ক) উক্ত ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ কাউছার আলী এর সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা জামায়াতের আমীর শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ মানছুরুর রহমান ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বগুড়া -৩ (আদমদীঘি -দুপচাচিয়া) ও গুনাহার ইউনিয়নের সফল চেয়ারম্যান জননেতা নূর মোহাম্মদ আবু তাহের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ্ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারী ইফতেখার আলম , যুবনেতা মাসুদ রানা, সাইয়্যেদুল আলম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুবকরাই দেশের প্রাণশক্তি,আবু সাঈদ আর মুগ্ধরা মৃত্যুর মুখোমুখি না দাঁড়ালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেতাম না এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হতো না নতুন বাংলাদেশে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কোন কুচক্রী মহল যেন নব ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে ব্যাপারে তোমাদের মত যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় পাঁচ শতাধিক যুবকদের উপস্থিতিতে উক্ত ঈদ পুনর্মিলনী প্রাণবন্ত হয়ে উঠে।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply