নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুবতাসিম ফাহিম(২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ জুন) রাত ২টা ২০ মিনিটে উপজেলার রাধানগর এলাকায় নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মুবতাসিম ফাহিম উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের একেএম রফিকুল ইসলাম ওরফে কালাম মাস্টারের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বলে জানা যায়।
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা নং-০১, তারিখ-০১/১১/২০২৪, জিআর নং-৩২৪/২০২৪ রুজু রয়েছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুবতাসিম ফাহিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply