নিজস্ব প্রতিবেদক: প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অনন্য অবদান রাখতে বগুড়ার নন্দীগ্রামে প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার দামগাড়া মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশন-এর উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবু সালেহ আল মামুন। তিনি বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে বেশি করে গাছ লাগানো আমাদের নৈতিক কর্তব্য।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় সমাজসেবী হাবিবুর রহমান, মোখলেছুর রহমান, নাজমুস সাকিব, আব্দুল কাদের, অলিউল হাসান শিমুল, আরিফুল ইসলাম এবং রাকিবুল ইসলাম রাকিব।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছেন। এবারের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য।
স্থানীয় জনগণ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কাজ আমাদের সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতিকে ভালোবাসার এক সুন্দর দৃষ্টান্ত।”
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply