গোলাম আজম, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ গোলাম রব্বানী বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছেন, তারা কিয়ামতের দিন আমাদের জন্য গৌরবের সাক্ষী হবেন। শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু মানবিক নয়, বরং তা আমাদের ঈমানি দায়িত্ব। আজকের এই ক্ষুদ্র সহযোগিতার মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামী সব সময় শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ এবং নিপীড়িত, ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের পাশে থাকবে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে বগুড়ার শাজাহানপুরে ২০১৩ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর অবৈধ রায়ের প্রতিবাদে পুলিশের গুলিতে শহীদ পরিবারের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, ২০১৩ সালের ৩ মার্চ ছিল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। নিরীহ মানুষের ওপর পুলিশি গুলিবর্ষণ, শহীদদের রক্তপাত এসব কখনো জাতি ভুলবে না। সেই শহীদদের রক্তের বদৌলতেই আমরা আজ ইসলামী আন্দোলনের শক্ত ভিত তৈরি করতে পেরেছি।
তিনি বলেন, আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। ২০১৩ সালে যে শহীদরা রক্ত দিয়ে সেই আন্দোলনকে বাঁচিয়ে রেখেছেন, তারা আমাদের পথের প্রদীপ। তাদের রক্তের বদৌলতে আমরা আজো সাহস করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতেই হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রযন্ত্রের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, তারা এ জাতির সত্যিকারের বীর। শহীদদের পরিবার আজ অর্থনৈতিক, সামাজিক ও মানসিকভাবে কষ্টে আছেন এটা আমাদের জন্য লজ্জার বিষয়। তাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা শুধু অর্থ নয়, ভালোবাসা, দায়িত্ববোধ ও সহমর্মিতা নিয়েই আজ এখানে এসেছি।
উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ কাওছার আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল মান্নান, মাওলানা মোঃ আনোয়ারুজ্জামান আনোয়ার, অধ্যাপক মোঃ গাজীউর রহমান, মাওলানা মোঃ আব্দুর রশিদ, মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন, উপজেলা মজলিশে শূরা সদস্য মাওলানা মোঃ আব্দুস সাত্তার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, একটি আদর্শবান নেতৃত্ব এবং সংগঠিত সমাজই পারে শহীদদের ত্যাগকে যথাযথ সম্মান জানাতে। আমরা যদি শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে চাই, তাহলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে, দ্বীনের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে হবে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে যুলুমের বিরুদ্ধে নির্ভয়ে রুখে দাঁড়াতে হবে।
শেষে তিনি সবাইকে শহীদদের জন্য দোয়া করার আহ্বান জানান এবং উপস্থিত সবার মাঝে ইসলামী আদর্শে অটল থাকার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করি, এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে বিলিয়ে দিই। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।
উল্লেখ্য, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর অবৈধ রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতাল সমর্থনে সাড়া দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরের সর্বস্তরের জনসাধারণ পাড়া-মহল্লা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছুটে আসেন মাঝিড়া বন্দরের বগুড়া-ঢাকা মহাসড়কে। এবং হাজার হাজার জনসাধারণ মহাসড়কে অবস্থান নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকেন। উক্ত মিছিলে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিম মন্ডল পাড়া গ্রামের মোঃ মেহেরাব আলীর স্ত্রী মোছাঃ আজেনা বেগম, ডোমন পুকুর জায়দারপাড়া গ্রামের মোঃ হযরত আলী তোতার স্ত্রী মোছাঃ মনজিল বেগম ও একই এলাকার মৃত মনছের আলী জায়দারের স্ত্রী মোছাঃ আকলিমা বেগম, রহিমাবাদ উত্তর পাড়া গ্রামের শহীদ আব্দুল কাফী, সুজাবাদ দহ পাড়ার শহীদ সাবেদ আলী পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন এবং সেই সময়ে প্রায় পাঁচ শতাধিক নিরীহ মানুষ আহত হয়েছিলেন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply