নিজস্ব প্রতিবেদক: “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল জব্বার। আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ, উপজেলা আইসিটি কর্মকর্তা সুমিত গুপ্ত, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মাইজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply