1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ গণহত্যাকারী ১৪ দল নিষিদ্ধের দাবীতে আপ বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ভোটাররা চাঁদাবাজী, টেন্ডারবাজী ও সন্ত্রাসীদের পছন্দ করে না: গোলাম রব্বানী আপ বাংলাদেশ বগুড়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা অবহেলায় ধ্বংসের পথে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন খেরুয়া মসজিদ ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে বগুড়া থেকে যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষা উন্নয়ন বিষয়ক পরামর্শ সভা শাজাহানপুর পুলিশের সহযোগিতায় চোখের জলে ভেসে যাওয়া মুরাদের মুখে হাঁসি ফুটলো অবশেষে রংপুরে দীর্ঘ দেড় দশক পর জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ, স্লোগান রাজনৈতিক সংস্কারের

ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৪ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ তাহের বলেছেন, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে সময় নির্ধারণ করাই হবে সবচেয়ে উপযুক্ত। তিনি জানান, এই সময়ের মধ্যে নির্বাচন হলে জনমনে যে শঙ্কা ও অস্থিরতা রয়েছে তা দূর হবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় মনোনিবেশ করতে পারবে।

সোমবার (২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনকালীন সময় নির্ধারণ নিয়ে তিনটি ভিন্নমত উঠে এসেছে— প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে, কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের পক্ষে মত দিয়েছে, আর জামায়াতের পক্ষ থেকে মে ও জুন মাসকে আবহাওয়াগত কারণে উপযুক্ত নয় বলে জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের আস্থা পুনর্ব্যক্ত করেছি। আমরা কোনো নির্দিষ্ট তারিখের পক্ষে কঠোর অবস্থান নিচ্ছি না, তবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি গ্রহণযোগ্য তারিখ ঘোষণা করলে জনমনে স্বস্তি ফিরে আসবে।”

সংস্কার প্রসঙ্গে জামায়াত নেতা জানান, চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া আগামী জুলাইয়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। কিছু বিষয়ে সামান্য মতানৈক্য থাকলেও, আলোচনা চালিয়ে সকল দলের অংশগ্রহণে একটি সমন্বিত সভার মাধ্যমে চূড়ান্ত ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডা. তাহের বলেন, “জুলাইয়ের মধ্যেই সংস্কার প্রক্রিয়া শেষ করে একটি ‘জুলাই সনদ’ তৈরি করা হবে, যাতে সকল রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়ে স্বাক্ষর করবে।”

নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন জামায়াত নেতা। তিনি বলেন, “বিদেশে বসবাসরত প্রায় এক কোটি দশ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করা সময়ের দাবি।” তিনি জানান, নির্বাচন কমিশন নীতিগতভাবে এ ব্যাপারে একমত হলেও বাস্তবায়নে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে সমন্বয়, ভোটকেন্দ্র স্থাপনসহ প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে সক্রিয় উদ্যোগ নিতে হবে।

এছাড়া, একটি নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির ওপরও জোর দেন তিনি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতেই হবে, বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা চাই না আবারও অতীতের মতো পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক। তাই আগে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, যাতে মানুষ নির্বাচনকে ঘিরে আস্থা ফিরে পায় এবং সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হয়।”

বাজেট প্রসঙ্গে জামায়াতের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে ডা. তাহের বলেন, “আমরা এখনো বাজেট বিস্তারিতভাবে পর্যালোচনা করিনি। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে, আগের বাজেটগুলোর তুলনায় এটি খুব বেশি অগ্রগতি অর্জন করেনি। যদিও অপ্রয়োজনীয় খরচ কিছুটা কমানো হয়েছে এবং ঘাটতির মাত্রাও কিছুটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল থাকতে পারে, তবে তা কমবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি