অনলাইন ডেস্ক: আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়াকে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদিকে জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে দলটির যেই প্রতীক প্রাপ্য সেটি দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ রোববার (১ জুন) এ রায় দেয়।
রায়ে দলটির ক্ষেত্রে অনিষ্পন্ন রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য ইস্যু নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।
জামায়াতের নিবন্ধন বাতিলের আদেশকে আপিল বিভাগে অবৈধ ঘোষণা করার রায়কে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছেন বিএনপির নেতারা।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি শুরু থেকেই বহুদল এবং বহু মতের পক্ষে রয়েছে। সেদিক থেকে আমরা মনে করি, ভিন্ন মতের বা বহু মতের মানুষের সমন্বয়ে গণতন্ত্রের পরিপুষ্ট হওয়ার যে প্রক্রিয়া থাকে, সে প্রক্রিয়ায় একটি নতুন সংযোজন হলো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই সংগ্রামে যারা জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে পারবে তারাই হবে প্রকৃত রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, আমরা আশা করি, আমরা অতীতের সকল বিবাদ ভুলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এদিকে জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে জামায়াত যেই প্রতীক প্রাপ্য সেটি দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একইসাথে একইসাথে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতেও আদালতের অপেক্ষায় প্রতিষ্ঠানটি।
দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা পেলেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply