নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কাহালু উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেম ও রাজনীতিক অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (১ জুন) সকাল বেলা বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, সন্তান-সন্ততি, অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র, অনুসারী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা আগামীকাল সোমবার সকাল ৯টায় কাহালু উপজেলার মালঞ্চা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিজ পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ছিলেন কাহালুর ঐতিহ্যবাহী কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য এবং বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী শিক্ষা ও রাজনীতির অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, বগুড়া-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহদাতুজ্জামান, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের এবং বগুড়া-৫ আসনের প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, “অধ্যক্ষ তায়েব আলী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিষ্ঠাবান সংগঠক, নির্লোভ রাজনীতিক ও পরহেজগার আলেম। তিনি আমৃত্যু ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে ইসলামী আন্দোলনের এক বিশ্বস্ত অভিভাবকের শূন্যতা সৃষ্টি হলো।”
তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply