নিজস্ব প্রতিবেদক: বগুড়া শাজাহানপুরের যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি মোঃ আলাল উদ্দিন (৪৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ পূর্ব পাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আলাল উদ্দিন শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ পূর্ব পাড়ার মৃত গমির উদ্দিনের ছেলে। সে শাজাহানপুর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি বলে জানা যায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যুবদল নেতা ফোরকান হত্যা মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply