নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও কাহালু উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী গুরুতর অসুস্থ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে তাঁকে দেখতে হাসপাতালে যান বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
তিনি অধ্যক্ষ তায়েব আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসীনের সঙ্গে চিকিৎসা নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।
অধ্যক্ষ তায়েব আলীর অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply