শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বাদ মাগরিব মাঝিড়া মধ্যপাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামায়াত ইসলামীর মাঝিড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল ।
তিনি কোরআনের আয়াত থেকে বলেন, “ নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে” সুতরাং আমাদের জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে উচিত নিজের সর্বোচ্চ ত্যাগ করা।এটি ঈমান বৃদ্ধির অন্যতম পন্থা।যার মাধ্যমে আমরা ইহকাল ও পরকালীন মুক্তি পাবো।
ওয়ার্ডের কেয়ারটেকার মাঝিড়া ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাউসার আলী।
তিনি বলেন, এটিএম আজহারুল ইসলামকে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার করে দীর্ঘ ১৪ বছর অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমেই তিনি আজ আমাদের মাঝে ফিরে এসেছেন।” আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। ইনশাআল্লাহ
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান, ইউনিয়ন অফিস সম্পাদক খুরশীদুল ইসলাম শাফি, মাওলানা আব্দুল গণি, ওয়ার্ড সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, ইউনিট সভাপতি আনসার আলী ও সেক্রেটারি আব্দুল হাকিম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাউসার আলী।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply