নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খরনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউর ইসলাম মামুন (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের দেশমা বাজারের চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ওয়ালিউর ইসলাম মামুন উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত মিজানুর রহমান মণ্ডলের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওয়ালিউর ইসলাম মামুনের বিরুদ্ধে থানায় মামলা নং-০১, জিআর নং-৩২৪/২৪ রুজু (মামলা) রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply