শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: দেশ আজ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটে। এই সংকট নিরসনের জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।
সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় বগুড়ার শাজাহানপুরের মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী আরও বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সৎ, আমানতদার ও আল্লাহভীরু নেতৃত্বই পারে দেশকে রক্ষা করতে। জামায়াতে ইসলামী সেই বিকল্প নেতৃত্ব হিসেবে জাতির সামনে হাজির হয়েছে।”
উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মোঃ কাওছার আলী, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোমিন, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গাজীউর রহমান ও মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন।
বক্তারা বলেন, ইসলাম ও দেশের ভবিষ্যৎ রক্ষায় জামায়াতের নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করেছে। সন্ত্রাস-দুর্নীতি মুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তারা সর্বদা প্রস্তুত।
সভায় সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক জবাবদিহিতা এবং তৃণমূল কার্যক্রম শক্তিশালী করার উপরও গুরুত্বারোপ করা হয়।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply