বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।
উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন।
বক্তারা শিক্ষা, আদর্শ ও সংগঠনশক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে অগ্রসর কর্মীদের ইসলামী মূল্যবোধে উজ্জীবিত থেকে শ্রমিক সমাজের অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply