আপ বাংলাদেশ বগুড়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মাইন উদ্দিন
স্টাফ রিপোর্টার
গতকাল, ১৬ আগস্ট (শনিবার) বগুড়ার শেরপুর রোডস্থ TEEA INN Garden রেস্টুরেন্টে আপ বাংলাদেশ বগুড়া জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক অলিউল হাসান শিমুল। সভাটি সঞ্চালনা করেন বগুড়া জেলার সদস্য সচিব মোহসিনুল হাসান রিফাত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ আস্তানমোল্লাহ কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মোঃ আব্দুল্লাহ হিল কাফী।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলার যুগ্ম আহ্বায়ক সিফাত উল্লাহ ও মাইন উদ্দিন সহ কমিটির অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে “জুলাই বিপ্লব” এর স্মৃতিচারণ করেন এবং এর চেতনায় অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন, ন্যায্য ও উন্নত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, অল্প সময়ের মধ্যেই আপ বাংলাদেশ সাধারণ জনগণের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হবে এবং রাষ্ট্রগঠনে কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply