নিজস্ব প্রতিবেদক
গতকাল ( ২১ জুন , শনিবার) বিকেলে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) আয়োজিত “জুলাই ঘোষণাপত্রঃ দেশবাসীর রাজনৈতিক প্রত্যাশা ও বগুড়াবাসীর একাত্মতা” শীর্ষক এক আলোচনা সভা বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এটি ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে আপ বাংলাদেশের দেশব্যাপী ধারাবাহিক আলোচনার ১৩তম পর্ব। সভায় অংশগ্রহণকারীরা তাদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও প্রাপ্তির বিষয়ে মতবিনিময় করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ। তিনি বলেন, “বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে জুলুমের সকল সীমা অতিক্রম করা হয়েছিল। যদিও ৫ আগস্ট সেই শাসনের পতন ঘটে, তবুও জুলাই অভ্যুত্থান একটি পূর্ণ বিপ্লবে রূপ নিতে পারেনি। এর পেছনে ছিল কিছু স্বার্থান্বেষী মহলের ভূমিকা।” তিনি সরকারকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য নির্ধারিত সময়সীমা মেনে চলার আহ্বান জানান, অন্যথায় পুনরায় ছাত্র-জনতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আলোচনায় আরও বক্তব্য রাখেন এনসিপি বগুড়া জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি, এবি পার্টি বগুড়া জেলার সদস্য সচিব এস এ জাহিদ সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বগুড়া জেলার সভাপতি এ কে এম আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত ও কারানির্যাতিত যোদ্ধারা।
এবি পার্টির এস এ জাহিদ সরকার বলেন, “সংসদে চাঁদাবাজ নয়, দরকার মেধাবী ও যোগ্য নেতৃত্ব।” অন্যদিকে আনোয়ার হোসেন বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ না সরকার জুলাই সনদ ঘোষণা করে।”
জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন স্মৃতিচারণ করেন এবং দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। বক্তারা বলেন, আন্দোলনকারীদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে, যদি সরকার ঘোষিত সময়সীমার মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করে।
ইঞ্জিনিয়ার আবু নাঈমের সঞ্চালনায় বিকাল ৩টায় শুরু হওয়া এই সভায় বক্তারা ঐক্যমত প্রকাশ করেন যে, জুলাই আন্দোলনের চূড়ান্ত স্বীকৃতি এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য জুলাই সনদ ঘোষণা অপরিহার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের বগুড়া জেলা শাখার সমন্বয়ক মাইন উদ্দিন, মেহেদী হাসান, মোহসিনুল হাসান রিফাত, অলিউল হাসান শিমুলসহ আরও অনেকে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply