নিজস্ব প্রতিবেদক: “তোমাকে মুক্তি দিলাম”স্বামীকে পাঠানো এই মেসেজ দিয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোছাঃ জান্নাতী (২৩) নামে এক গৃহবধূ। নিহত জান্নাতীর তিন বছরের একটি শিশু কন্যা আছে।
রবিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সি-ব্লক শালুকগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্বামী শফিকুল ইসলাম একজন রাজমিস্ত্রী। তার আরও একটি স্ত্রী রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, স্বামীর অবহেলা, দ্বিতীয় স্ত্রী থাকা এবং পারিবারিক কলহে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জান্নাতী।
ঘটনার দিন সন্ধ্যায় শফিকুল ইসলাম মোবাইলের স্ত্রী জান্নাতি মেসেজ লেখেন, “তোমাকে মুক্তি দিলাম।” মেসেজ পাঠানোর কিছুক্ষণ পরেই তার সন্দেহ হয় এবং তিনি আড়িয়া বাজার থেকে তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসেন। ঘরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে জান্নাতীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সবাই বলছেন, একটি মেয়ে সন্তানকে রেখে এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়ার মত নয
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply