নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৪ জুন) বিকেলে মাড়িয়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।
এর আগে, টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল বাশার।
মাড়িয়া যুব উন্নয়ন সংঘের সভাপতি বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবির দুলু, তাজুল মেম্বার, শাহ আলী, আব্দুল আলিম আলআমিন, রুবেল, যুবনেতা রহমত আলী, আজিজুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজ যেন দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে, সেই প্রত্যাশা সকলের।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply