১৮ মে (রোববার) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নারীদের ন্যায্য অধিকার আদায়ে সবসময়ই তার দল সমর্থন করে। তবে সেই দাবির আড়ালে যদি কোনোভাবে এলজিবিটিকিউ বা এ ধরনের জীবনধারা উৎসাহিত করা হয়, তাহলে তা মেনে নেওয়া হবে না।
তিনি মন্তব্য করেন, “সমাজ ও পরিবারের কাঠামোকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত এসব সংস্কৃতি যারা প্রচার করছে, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। তাদের উপযুক্ত মানসিক চিকিৎসার ব্যবস্থা করা উচিত।”
ছবি: সংগৃহীত
সারজিস আলম আরও বলেন, এই প্রবণতাগুলোর ব্যাপারে সমাজকে সচেতন হতে হবে এবং জাতীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ এসব বিষয় ধীরে ধীরে সামাজিক বন্ধনকে ভেঙে দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া, পতিতাবৃত্তিতে জড়িত নারীদের সহানুভূতির সঙ্গে পুনর্বাসনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “পতিতাবৃত্তি কখনোই পেশা হতে পারে না। যারা পরিস্থিতির শিকার হয়ে এই পথে এসেছে, তাদের পুনর্বাসনে রাষ্ট্রের উচিত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া।”
Leave a Reply