অনলাইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মিঠু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর হিন্দুকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠু মিয়া উত্তর হিন্দুকান্দি এলাকার মোঃ আব্দুল বারীর ছেলে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিঠু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।