নিজস্ব প্রতিনিধি: “দেশে ন্যায়ভিত্তিক ও ইনসাফনির্ভর শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় যুব সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ইসলামী আদর্শে গড়ে ওঠা সৎ, সাহসী ও বিচক্ষণ নেতৃত্বই পারে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে। আদর্শিক শিক্ষায় গড়ে ওঠা যুবকরাই করতে পারে একটি কল্যাণরাষ্ট্রের ভিত বলে মন্তব্য করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।
মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মসজিদে মাঝিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, “বর্তমান বাস্তবতায় যুবদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও আন্দোলনচেতনা জাগ্রত করা সময়ের দাবি। ইসলামী রাষ্ট্রব্যবস্থার জন্য যে মজবুত ভিত্তি প্রয়োজন, তা যুব সমাজের মাধ্যমেই গড়ে উঠতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের সামনে এখন দুটি চ্যালেঞ্জ একদিকে নৈতিক অধঃপতনের স্রোত, অন্যদিকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের প্রয়োজন। এই দ্বন্দ্বে যুবসমাজকে আলোর পথ দেখাতে হবে। তারা যদি দ্বীন ও আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়, তাহলে শুধু একটি সংগঠন নয়, গোটা জাতি উপকৃত হবে।”
তিনি তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের ভূমিকা, জনসম্পৃক্ততা এবং ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক অবস্থান তুলে ধরে বলেন, “জামায়াত কারো বিরুদ্ধে নয়, বরং সবার কল্যাণ চায়। ইসলামী আন্দোলন কোনো সহিংস পথ নয়, এটি মানুষের বিবেক ও নৈতিকতার জাগরণ ঘটায়। আর এই বিবেকবোধের নেতৃত্ব দিতে হবে তরুণদের।”
তিনি নবনির্বাচিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও ত্যাগের মনোভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “কমিটির পদ কোনো সম্মান নয়, এটি দায়িত্ব। এ দায়িত্ব পালনে রাত-দিন পরিশ্রম করতে হবে, মানুষকে সাথে নিতে হবে, দাওয়াত দিতে হবে।”
আলোচনা সভায় মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মাওলানা শাফিউল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোঃ গোলাম মোস্তফা।
এ সময় ৫ নম্বর ওয়ার্ডের নতুন যুব কমিটি ঘোষণা করা হয়। মাওলানা রাজু আহম্মেদকে সভাপতি এবং আব্দুল হাইকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।
আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব সদস্য ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান ছিল আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এবং ভবিষ্যতের সংগঠন পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।