নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, “সাড়ে ১৫ বছর ধরে জালিমদের যাতাকলে জাতি অতিষ্ঠ। আমরা আন্দোলন করেছি, ফ্যাসিবাদীদের প্রতিরোধ করেছি, কিন্তু সফলতা এসেছে তরুণদের মাধ্যমে। যুবকরাই এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছে। এবারও তরুণ ভোটাররা কুরআনের পক্ষে এগিয়ে এলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবেই।”
মঙ্গলবার (১০ জুন) সকালে সারিয়াকান্দির জহুরুল চাতাল থেকে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এ গণসংযোগে শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে।
অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, “সাড়ে ১৫ বছর যারা জনগণের ওপর জুলুম করেছে, প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে—তাদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে। যদি কেউ এই নির্বাচনে কালো শক্তির প্রতিনিধি হয়ে আবারও জাতির ভাগ্য নিয়ে খেলতে চায়, তাহলে জুলাইয়ের গণআন্দোলনের মতো এবারও প্রতিরোধ গড়ে তোলা হবে। এ লড়াই হবে তরুণদের নেতৃত্বে, এ লড়াই হবে কুরআনের সমাজ কায়েমের জন্য।”
সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ, তোফাজ্জল হোসেন, কাজী জহুরুল হক, সোনাতলা উপজেলার আমীর ফজলুল করিম, সেক্রেটারি রবিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সামনের নির্বাচনে ইসলাম, দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে কুরআনের পক্ষে, ইনসাফ ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।