নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরের নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোকাল্লেম হোসেন পিঠু (৪৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাঝিড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মোকাল্লেম হোসেন পিঠু শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের শালিকা গ্রামের মৃত গোলাম সোবহান@সোবহান আলী ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, উপজেলার গোহাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোকাল্লেম হোসেন পিঠু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।