প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১১:৩৫ এ.এম
তিন শিরোপা জিতে ফ্লিক জানালেন পেছনের গল্প
গত মৌসুমে ধুঁকতে বার্সেলোনা যখন হারিয়ে ফেলেছিল পথ, তখনই দায়িত্ব নিলেন হান্সি ফ্লিক। তার কোচিংয়ে দুর্দান্ত হয়ে ওঠে কাতালানরা।
একের পর এক জয়ে শিরোপার সংখ্যা বাড়াতে থাকে তারা। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়। তবে গতকাল লা লিগা চ্যাম্পিয়ন হয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছে তারা।
গতকাল রাতে এস্পানিওলের মাঠে ২-০ ব্যবধানের জয়ে শিরোপা নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ সাত পয়েন্ট পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যায় তারা। এই দলকেই তারা হারায় স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ফাইনালে। তিন শিরোপা জিতে উচ্ছ্বাস প্রকাশ করেন বার্সা কোচ। শোনালেন নিজেদের অপ্রতিরোধ্য যাত্রার গল্প।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513, +8801731267259