ঈদুল আজহার দশ দিনের লম্বা ছুটিতে ব্যবসায়ী, চাকরিজীবীরা দেশের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে গেছেন। রোববারও ঢাকা ছাড়ছেন অনেকে। ফলে ঢাকা শহর হয়ে গেছে অনেকটাই ফাঁকা।
রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট তেমন যানবাহন নেই, নেই যানজট। মেইন রোডসহ অলিগলি অনেকটাই ফাঁকা। ঢাকার মধ্যে চলাচলকারী বেশিরভাগ বাসে যাত্রী ছিল না। বাসের সংখ্যা ছিল তুলনামূলক কম। তবে প্রধান সড়কগুলোতে অটো রিকশার দাপট দেখা গেছে।
মোহাম্মদপুর, ফার্মগেট, তেজগাঁও, কাকরাইল, পল্টন ও মতিঝিল এলাকা ঘুরে কোনো যানজট চোখে পড়েনি। এসব এলাকার রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। আবার বাসের অপেক্ষায় থাকা যাত্রীও চোখে পড়েনি।