নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ জুন) বাদ আছর শেরপুর থানার অফিস কক্ষে এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান এবং জেলা জামায়াতের সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ মানছুরুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, মোঃ রেজাউল করিম বাবলু, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, শাহীন আলম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, প্রচার সম্পাদক মোঃ ইফতেখার আলম, শেরপুর পৌর জামায়াতের আমীর কৃষিবিদ মোঃ আব্দুল খালেক ও সেক্রেটারি মোঃ হেদায়েতুল ইসলাম প্রমুখ।
মতবিনিময়কালে নবাগত ওসিকে শুভেচ্ছা জানানো হয় এবং এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়। পরে উপজেলা জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে তাফসীরুল কোরআন, হাদীস শরীফ ও ইসলামী সাহিত্যসমূহ উপহার হিসেবে প্রদান করা হয়।
এ সময় নবাগত ওসি এস এম মঈনুদ্দীন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।