নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার রাণীরহাট কুরবানী গরুর হাটে নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারার লঙ্ঘন এবং টোল তালিকা প্রকাশ না করার অপরাধে এ জরিমানা করা হয়। অভিযানকালে দেখা যায়, হাটে নির্ধারিত টোলের তালিকা কোথাও দৃশ্যমান নয় এবং ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা।
স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই জানান, প্রতি বছর কুরবানীর হাটে এ ধরনের অনিয়ম হয়ে থাকে। তবে এবার উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
ইউএনও মোঃ তাইফুর রহমান বলেন, “টোলের তালিকা প্রকাশ না করলে সাধারণ মানুষ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হয়। এটি একটি গুরুতর ভোক্তা অধিকার লঙ্ঘন। প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও অভিযান চলবে।”