নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে অনলাইন এক্টিভিস্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী বলেছেন, “এই সময়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং ইসলামী মূল্যবোধ প্রচারে অনলাইন এক্টিভিস্টদের ভূমিকাই হতে পারে পরিবর্তনের চালিকা শক্তি। তারা আজকের তথ্যযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা।”
বুধবার (৪ জুন) রাত ৮টায় শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বলেন, "এদেশে জনগণের ভোটাধিকার হরণ করে বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনের নামে শোষণ করেছে। তরুণ প্রজন্ম অনলাইনে জনমত জরিপ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলের অপকর্ম অনলাইনের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, "নতুন করে যারা জনগণের উপর জুলুম নির্যাতন করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দূর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে কলম ও কীবোর্ড নিয়ে দাঁড়াতে হবে।” তিনি তথ্য ও যুক্তিভিত্তিক প্রচারণা চালাতে এক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান এবং বলেন, “আপনারা নিরপেক্ষতা, নৈতিকতা ও আদর্শিক মেরুদণ্ড নিয়ে সক্রিয় থাকলে জনগণ প্রকৃত সত্যের সন্ধান পাবে।”
উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সালাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ কাওছার আলী, উপজেলা মজলিশে শূরা সদস্য মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন।
সভায় বক্তারা অনলাইন প্ল্যাটফর্মে ইসলামী ও ন্যায়ভিত্তিক মূল্যবোধ প্রচারের জন্য একটি সুসংগঠিত প্রচারণা কার্যক্রম গড়ে তোলার আহ্বান জানান।