নিজস্ব প্রতিবেদক: বগুড়ার প্রখ্যাত আলেম, রাজনীতিক ও সাবেক জনপ্রতিনিধি অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর জানাজায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ। ইসলামি আন্দোলনের এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে বগুড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
আজ সোমবার সকাল ৯টায় কাহালু উপজেলার মালঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নামাজের আগে তিনি মরহুমের জীবন ও অবদানের কথা স্মরণ করে বলেন, “মাওলানা তায়েব আলী ছিলেন ইসলামী আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত। জীবনের প্রতিটি ধাপে তিনি দ্বীন ও দেশের জন্য কাজ করে গেছেন। তার অভাব কখনো পূরণ হবার নয়।”
জানাজায় অংশগ্রহণ করেন বগুড়া জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামি স্কলার, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতারা ও সাধারণ জনগণ। এক হৃদয়বিদারক পরিবেশে জানাজার পর মরহুমের দাফন সম্পন্ন হয় তার পারিবারিক কবরস্থানে।
প্রসঙ্গত, অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী, কাহালু উপজেলার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য।
তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্থানীয় ইসলামি সংগঠন ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।