প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১১:৩০ এ.এম
বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই আইপিএলে যাবেন মোস্তাফিজ
আইপিএলের বাকি অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। তবে তার ছাড়পত্র নিয়ে ছিল অনিশ্চয়তা।
সেটি এবার কেটে গেল। আইপিএলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছে বাংলাদেশি এই পেসার। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোস্তাফিজ। এর মধ্যে আগামী ১৮মে দিল্লির ম্যাচ থাকলেও ওইদিন ভারতে গিয়ে মাঠে নামতে পারবেন কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে আগামী ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি খেলে যাবেন তিনি।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513, +8801731267259