আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েল ফিলিস্তিনি নাগরিকদের শুধু প্রাণে মেরেই থামছে না। দুর্ভিক্ষের মুখেও গাজার নাগরিকদের ঠেলে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা এখন পড়েছেন তীব্র খাদ্য-সংকটেও।
সম্প্রতি খান ইউনিসের এমন এক করুণ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কাঁদতে কাঁদতে রাস্তা থেকে ময়লাযুক্ত আটা তুলে নিচ্ছেন এক নারী। আটা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা ময়লাযুক্ত আটা কুড়িয়ে নিতে থাকেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রকাশ করে বলছে, গত ৩১ মে গাজার খান ইউনিসে এক মায়ের সঙ্গে এ ঘটনা ঘটেছে।
ভিডিওতে দেখা গেছে, নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কাঁদতে শুরু করেন ওই নারী। চিৎকার করে নেতানিয়াহুকে কুকুর বলে গালি দেন এবং আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন।
ওই নারী আরও বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সবকিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা তার আছে। তোরা (ইসরাইলকে উদ্দেশ্য করে) আমাদের অভুক্ত রেখেছিস, কুকুর।
এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন, ‘আল্লাহ আরবদের বিচার করুক।’
সিএনএন জানিয়েছে, ইসরাইল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে। যার চিত্র এখন ফুটে উঠছে। যদিও অনেকের মতে, গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ চলছে।