ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত রায় ঘোষণার পর দলের আমীর ডাঃ শফিকুর রহমান এক আত্মনম্র ও ধর্মীয় আবহে পরিপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রায়ের পর আজ রবিবার সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন—
"আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান— আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, শ্লোগান নয়।
নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তাঁর করুণা-সিক্ত করে রাখুন। আমিন।"
দলের সর্বোচ্চ নেতার এমন শালীন, সংযত ও আত্মিক প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে। যেখানে সাধারণত আদালতের অনুকূলে রায়ের পর বিজয়োল্লাস, শোভাযাত্রা কিংবা স্লোগানের বহর দেখা যায়, সেখানে আমীরের পক্ষ থেকে কর্মীদের প্রতি এমন আহ্বান ইসলামী রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
দীর্ঘদিন ধরে চলা জামায়াতের নিবন্ধন-সংক্রান্ত মামলার রায়ে আপিল বিভাগ কী নির্দেশনা দিয়েছেন, তার পূর্ণ বিবরণ এখনো প্রকাশ না পেলেও দলটির পক্ষে এ রায় ইতিবাচক বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না হলেও জানা গেছে, কেন্দ্রীয় পর্যায়ে পরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠক হচ্ছে। দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন, এই রায়ের মাধ্যমে সংগঠনটি নতুনভাবে রাজনীতির মাঠে সক্রিয় হবার সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করায় দলটি আদালতের শরণাপন্ন হয়। সেই মামলা দীর্ঘ সময় ধরে চলার পর অবশেষে আপিল বিভাগ থেকে এ রায় এলো।
দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এখন অপেক্ষা করছে— আনুষ্ঠানিকভাবে কীভাবে এই রায়ের আলোকে সংগঠন চালু ও সাংগঠনিক কার্যক্রম শুরু করা যায়।