নাটোর সংবাদদাতা: নাটোরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিঘাপতিয়া ইউনিয়ন জামায়াতের ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকালে দিঘাপতিয়া ইউনিয়ন জামায়াত কার্যালয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মশালায় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল করিম নিজামীর সভাপতিত্বে ও সেক্রেটারী আখের আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য ড. মীর নুরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেল, সদর থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমীন জিহাদী, সদর থানা উত্তর ছাত্র শিবিরের সভাপতি তালহা মন্ডল, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আসাদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল লতিফ।
বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল জনশক্তিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকল ভোটাররা যেনো নির্বিগ্নে ভোটকেন্দ্রে আসতে পারে সেই পরিবেশ তৈরী করা। জামায়াতের কর্মী মানেই সমাজ কর্মী।
এ কারণে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সৎ যোগ্য নেতৃত্ব তৈরী করে ভোটারদের আকৃষ্ট করতে হবে। সর্বপুরি দাওয়াতী কাজ ও সামাজিক কাজের মাধ্যমে নির্বাচনের দ্বীনি গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে দ্বীন কায়েমের চেতনা সম্পূর্ণ আদর্শিক ভোটারে পরিনত করতে হবে। দ্বীন ইসলামকে বিজয় করতে হলে সবার আগে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। এজন্য জামায়াতে ইসলামী তার সকল জনশক্তিকে কোরআান ও হাদিসের আলোকে সত্য ও ন্যায়ের মানদন্ড হিসেবে গড়ে তুলতে চায়।
তারা আরো বলেন, জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।দেশের জনগণ মনে করেন একমাত্র জামায়াতই পারে সুখী, সমৃদ্ধ , ন্যায় ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন। জনগণের সেই আকাঙ্খাকে বাস্তবে রুপ দিতে সকল নেতা কর্মীদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। কারণ দেশের জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে। সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম করতে সকল জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানা।
প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীসহ শতাধিক নেতা কর্মী অংশ গ্রহন করেন।